ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

হিলারি-ট্রাম্প দ্বিতীয় বিতর্কের যতো নোংরা বাক্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
হিলারি-ট্রাম্প দ্বিতীয় বিতর্কের যতো নোংরা বাক্য ছবি: সংগৃহীত

ঢাকা: রোববার ওয়াশিংটনের সেন্ট লুইসে অনুষ্ঠিত হলো ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ডিবেট। বিতর্কের নির্ধারিত পুরো ৯০ মিনিটজুড়ে হিলারির ওপর চড়াও হয়েছেন ট্রাম্প।

চুপসে না থেকে জবাব দিয়েছেন হিলারিও। দু’জনের বিতর্কের মধ্যে ব্যবহার হয়েছে কিছু বাজে ও নোংরা বাক্যও। মার্কিন একটি সংবাদমাধ্যম দিয়েছে সে নোংরা বাক্যের তালিকা।

তোমাকে জেলে নিক্ষেপ করা হবে
বিতর্কের এক পর্যায়ে হিলারি বলেন, এটা সত্যিই দারুণ ব্যাপার যে ট্রাম্পের মতো মেজাজের কোনো লোক আমাদের দেশের দায়িত্বে নেই। জবাবে রিপাবলিকান প্রার্থী বলেন, তোমাকে কারাগারে পাঠানো হবে।

ওসব (নারী নিয়ে মন্তব্য) ছিল বদ্ধঘরের কথা
বিতর্কে ছড়িয়ে পড়া নারী নিয়ে মন্তব্যের প্রসঙ্গ এলে ট্রাম্প বলেন, এটা ছিল লকার রুমের (বদ্ধঘর) কথা। আমি সেজন্য গর্বিত নই। আমি এজন্য আমার পরিবার ও আমেরিকার জনগণের প্রতি ক্ষমাপ্রার্থী। জবাবে হিলারি বলেন, এই মন্তব্যগুলোই প্রমাণ করে ট্রাম্প আসলে কী। আমি জুন থেকেই বলে আসছি ট্রাম্প প্রেসিডেন্ট এবং কমান্ডার ইন চিফ পদের জন্য যোগ্য নন। এটা অনেক রিপাবলিকান ও নির্দলীয় লোকও বলেছেন। নারী নিয়ে তার কথা, তার ভাবনা এবং নারীর সঙ্গে তিনি যা করেন, তা আমরা সবাই শুনেছি এবং দেখেছি। তিনি বলছেন, এই মন্তব্যগুলো তার ব্যক্তিত্বের পরিচায়ক নয়, আমার মনে হয় আসলে এই মন্তব্যগুলোই তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে।

অমন নারী নিপীড়ন ইতিহাসে আর হয়নি
নারী নিয়ে মন্তব্যের জেরে ট্রাম্প নিজের গা বাঁচাতে প্রসঙ্গ তোলেন হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের। বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নারীর ওপর অমন নিপীড়ন আর হয়নি। ঠিক একই কায়দায় হিলারিও ওই নারীদের আক্রমণ ও নিপীড়ন করেছেন।

তোমার বিরুদ্ধে প্রসিকিউটর নিয়োগ দেবো
বিতর্কে হিলারির ওপর ক্ষেপে গিয়ে ট্রাম্প বলেন, আমি যদি জিতে যাই, তবে তোমার অবস্থা জানতে একজন প্রসিকিউটর নিয়োগ দেবো। কারণ এতো মিথ্যে কখনোই ছিল না, ছিল না এতো অসততা। এমনটা আর কখনোই ঘটেনি, এবং আমি তোমার বিরুদ্ধে একজন বিশেষ প্রসিকিউটর নিয়োগ করতে যাচ্ছি।

আমি একজন ভদ্রলোক
ওবামাকেয়ার আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়া একজনের প্রশ্ন এলে উপস্থাপক দুই প্রার্থীকে উদ্দেশ্য করে বলেন, এই প্রশ্নের উত্তর হিলারি প্রথমে দিতে পারেন। কারণ তিনি এর আগের প্রশ্নে শেষে কথা বলেছেন। তখন হিলারি বলেন, তিনি যদি চান শুরু করতে, করতে পারেন, শুরু করুন ডোনাল্ড’। তার বক্তব্যের জবাবে এবার ট্রাম্প বলেন, না, আমি জেন্টলমেন (ভদ্রলোক)। হিলারি  তুমি শুরু করো।

এই ধরনের বাজে বিতর্কের আভাস মিলেছিল শুরুতেই। বিতর্ক মঞ্চে ওঠে সৌজন্য দেখিয়েও হিলারি-ট্রাম্প করমর্দন করেননি। বিতর্কে অবশ্য প্রথম দফার মতো এ দফায়ও জিতেছেন হিলারি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।